আমার এই ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। সেই সাথে আমার কিংবা আমার কাজের প্রতি আপনাদের অকৃতিম ভালবাসার জন্য জানাচ্ছি একরাশ শুভেচ্ছা। আপনাদের ভালবাসার কারনেই আমার তৈরী জমেলা সুন্দরী ১৩০ মিলিয়ন ভিউ এর রেকর্ড গড়তে সক্ষম হয়েছে। আসলেই আপনাদের এই ভালবাসা কখনোই ভুলে যাবার নয়।
আপনাদের অনেকের অনুরোধ এবং আবদারের জন্যই রি-মেক করতে যাচ্ছি “জমেলা সুন্দরী-২০২৪”। আপনারা অনেকেই আমার ভিডিওতে কমেন্টস করে কিংবা ফেসবুকে মেসেজ দিয়ে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেন। আর তাই সিদ্ধান্ত নিয়েছি এইবারের “জমেলা সুন্দরী”-র সকল অভিনয় শিল্পীই থাকবেন আপনারা।
 
Sanita & Shahin

“জমেলা সুন্দরী-২০২৪”-এ অভিনয় করতে হলে আপনাকে কি কি করতে হবে নিচে বিস্তারিত ভাবে তুলে ধরা হলো-

 

১. “জমেলা সুন্দরী-২০২৪”-এ অভিনয়ের পূর্বশর্ত হচ্ছে, অবশ্যই আপনার বয়স ৮ থেকে ১৬ বছরের মধ্যে হতে হবে।

২. আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা পুরো জমেলা সুন্দরী দেখবেন, সেখানে অনেকগুলো চরিত্র আছে সেখান থেকে আপনি কোন ক্যারেক্টার এর জন্য উপযোগী সেই ক্যারেক্টার ভাল করে বুঝে নেবেন।

৩. ক্যারেক্টার ভাল করে বুঝে নেবার পর, উক্ত ক্যারেক্টারের যে অভিনয়টুকো আপনার কাছে ভাল লাগে সেই অংশটুকোর অভিনয় প্র্যাকটিস করতে থাকুন।

৪. প্র্যাকটিস করা হয়ে গেলে আপনার হাতের মোবাইল ফোন দিয়ে ঐ অংশটুকো অভিনয় করে সেটা ভিডিও করুন। যে মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিও করবেন সেই মোবাইল ক্যামেরার রেজুলেশন যেন ভাল হয়। প্রয়োজনে আপনার ভাই কিংবা কোন বন্ধুর মোবাইল ফোনে ভিডি করতে পারেন।

Sanita
Tarmuj Ali
৫. ভিডিও করার সময় মোবাইল খাড়া করে কিংবা লম্বালম্বি করে ভিডিও করবেন না। অবশ্যই মোবাইল আড়াআড়ি করে ভিডিও করবেন। নিচের চিত্রে ভিডিও করার সময় মোবাইল কিভাবে ধরবেন সেটা দেয়া আছে।
 
৬. ভিডিও করা শেষ হলে আপনার ভিডিওটি ( jasim14411@yahoo.com ) এই মেইল নাম্বারে পাঠিয়ে দেবেন। সেই সাথে মেইলে আপনার নাম,বয়স, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে দেবেন। 
ব্যস্ আপনার কাজ শেষ। এইবার আমরা যেটা করবো সেটা নিচে বর্ণনা করা হলো।
 
– আপনাদের পাঠানো ভিডিও গুলো আমরা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করবো এবং সেখানে বলে দেবো কার অভিনয় আপনাদের ভাল লেগেছে ?
 
– যার অভিনয় বেশি ভাল হবে এবং দর্শকরা যাকে বেশি পছন্দ করবে তাকে সেই ক্যারেক্টারে সিলেক্ট করা হবে।
 
– অভিনয়ে যারা যারা সিলেক্ট হবে তাদের সবাইকে নিয়ে আমরা শুরু করবো “জমেলা সুন্দরী-২০২৪”।
 
– এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহন করবেন কিংবা সিলেক্ট হবেন তাদের কোন প্রকার অর্থিক লেনদেন করতে হবে না। বরং আমরাই আপনার যাতায়াত এবং স্যুটিং এর থাকা-খাওয়া সহ যাবতীয় ব্যস্থা করবো।
 
আর দেরী না করে আজই শুরু করুন আপনার স্বপ্নের পথে চলা। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমি
– জসিম উদ্দিন জাকির
চলচ্চিত্র পরিচালক
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন
 
বিশেষ প্রয়োজনে-
০১৭২০-০২৪৫৭২